ডাক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৩৬৯ জন
ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি ১৮টি পদে বিভিন্ন গ্রেডে মোট ৩৬৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
এক নজরে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী
পদসংখ্যা: ১৮টি
লোকবল নিয়োগ: ৩৬৯ জন
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ৮ নং পদের জন্য ১০০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ টাকা এবং ৯ থেকে ১৮ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীগণের জন্য ৫০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা জমা দিবেন।
বয়সসীমা: ১৫-১-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, অধিভুক্ত (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা ব্যাতিত) রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: উত্তরাঞ্চল, রাজশাহী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৫